পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু, ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা জারি
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে এবং তাকে ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) রাতে একজন ফরাসি প্রসিকিউটর এক বিবৃতিতে এ তথ্য জানান।
রাশিয়ায় জন্মগ্রহণ করা এই বিলিয়নিয়ারের বিরুদ্ধে টেলিগ্রাম প্ল্যাটফর্মে অপরাধমূলক বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে: অবৈধ গ্যাংকে লেনদেনে সহায়তা করা, "সংগঠিত গ্যাং দ্বারা সংগঠিত অপরাধের অর্থপাচার," এবং কর্তৃপক্ষকে তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানানো।
পাভেলকে বুধবার ফ্রান্সের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার আগে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রসিকিউটররা সিএনএনকে জানিয়েছেন।
তাকে বর্তমানে বিচারিক তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং জামিনের জন্য পাভেলকে ৫ মিলিয়ন ইউরো (প্রায় ৫.৬ মিলিয়ন ডলার) জমা দিতে হবে। তাকে প্রতি সপ্তাহে দুইবার ফ্রান্সের একটি পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছাড়তে পারবেন না।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উত্তরে লো বোর্জে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। টেলিগ্রামের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্ট জারি হওয়ায় পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে বুধবার সন্ধ্যায় ঘোষিত আনুষ্ঠানিক তদন্ত মানে এই নয় যে তিনি দোষী বরং এর মাধ্যমে বোঝা যায়, প্রসিকিউটররা মনে করেন যে এ নিয়ে গুরুতর তদন্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তাকে এখনও আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ফরাসি ন্যাশনাল অফিস ফর মাইনরস আদালতের অনুরোধের পরেও টেলিগ্রামের কাছ থেকে অপরাধ সম্পর্কিত বিষয়ে, যেমন পাচার কিংবা অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মতো অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য পায়নি।
তদন্তে দেখা হচ্ছে, পাভেল অবৈধ লেনদেন পরিচালনা করতে সক্ষম একটি প্ল্যাটফর্ম পরিচালনার সাথে জড়িত কিনা, যা সংঘবদ্ধ অপরাধী দলের মাধ্যমে পরিচালিত হয়। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে ১০ বছর কারাদণ্ড।
টেলিগ্রাম অ্যাপ অতীতেও কনটেন্ট নিয়ন্ত্রণ না করার কারণে সমালোচিত হয়েছে, বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী এবং চরম ডানপন্থী উগ্রবাদিরা প্ল্যাটফর্মটি ব্যবহার করে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
পাভেল দুরভের গ্রেপ্তার বাক স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এবং ইউক্রেন ও রাশিয়ায় উদ্বেগ বাড়িয়েছে। টেলিগ্রাম এই দেশগুলোতে খুব জনপ্রিয় এবং মস্কোর ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালে এটি সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে একটি প্রধান যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে।
রাশিয়া বুধবার দুরভকে আটক করার জন্য ফ্রান্সের সমালোচনা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ফরাসি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং বলেছেন, "তারা যে বিধান রক্ষা করার দাবি করে, তা তারা রক্ষা করছে না।"
ক্রেমলিন রাশিয়ায় টেলিগ্রামের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দূর করার চেষ্টা করেছে। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্যবহারকারীদের আতঙ্কিত না হতে এবং অ্যাপে তাদের সংবেদনশীল বার্তাগুলি মুছে না ফেলতে আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার (২৬ আগস্ট) বলেছেন, দুরভের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত "কোনোভাবেই রাজনৈতিক নয়।"
এক্স-এর মালিক ইলন মাস্ক পাভেলের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, কনটেন্ট নিয়ন্ত্রণ আসলে এক ধরনের 'প্রোপাগান্ডা' জাতীয় শব্দ যা আসলে 'সেন্সরশিপ' বোঝায়। তিনি পাভেল দুরভের মুক্তির দাবি করেছেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়