চারবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের
শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্রিকেটারদের তিন দফায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছিল বিসিবি। নমুনা সংগ্রহ শুরুর কথা ছিল আগামী ১৮ সেপ্টেম্বর থেকে। তবে তিনবার নয়, ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে চারবার।
বাড়তি একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেটার নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল, ৭ সেপ্টেম্বর থেকে। বাকি তিনটি পরীক্ষা হবে আগামী ১৮, ২১ এবং ২৪ সেপ্টেম্বর। শেষ পরীক্ষাটি হবে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়ার ৭২ ঘণ্টা আগে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্টকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি কাল থেকেই ক্রিকেটারদের নমুনা সংগ্রহ শুরু করার। আমাদের লজিস্টিক কিছু কাজ বাকি আছে। সবার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে হবে। এ কারণে সবার বাসার ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। চেষ্টা করছি কাল থেকেই শুরু করার। না হলে পরশু থেকে শুরু করব। আমরা আশা করছি কাল থেকেই পারব। আজকের রাতের মধ্যেই হয়তো সব কাজ শেষ হবে।'
ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত করতেই বাড়তি একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক। তিনি বলেন, 'আমাদের পরিকল্পনা অনুযায়ী তিনটা পরীক্ষা করার কথা ছিল। পরে আমরা চিন্তা করেছি, একটি পরীক্ষা আমরা বাড়িয়ে করব।'
'সেটার জন্যই কাল থেকে নমুনা সংগ্রহ শুরু হবে। আগে ১৮ সেপ্টেম্বর থেকে তিনটা পরীক্ষা করার পরিকল্পনা ছিল। সব মিলিয়ে এখন চারটা পরীক্ষা হবে জাতীয় দল ও এইচপি দলের। ১৮, ২১ এবং ২৪ সেপ্টেম্বর বাকি তিনটি পরীক্ষা হবে। শেষ পরীক্ষা হবে সফরের ৭২ ঘণ্টা আগে।'
আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় দল ও এইচপি দল ঘোষণা করা হবে। এসব ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হবে ১৮ সেপ্টেম্বর। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দল। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।
একক অনুশীলনে কাজ করা কয়েকজন সাপোর্টিং স্টাফের শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে একজন ট্রেনার ইতোমধ্যে করোনায় আক্রান্ত। ক্রিকেটারসহ অন্যান্যদের নিরাপত্তার কথা চিন্তা করে একক অনুশীলন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার পর্যন্ত অনুশীলন বন্ধ ছিল। আগামী বুধবার থেকে আবারও একক অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।