বাটলার ঝড়ে সিরিজ ইংল্যান্ডের
সময়টা এখন যেন ইংল্যান্ডেরই। করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফেরা ক্রিকেটের আদি এই দেশ সিরিজ জিতেই চলেছে। করোনা পরবর্তী ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ইংল্যান্ড।
সিরিজ জয়, সেটাও এক ম্যাচ হাতে রেখেই। সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পথে ব্যাট হাতে ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন ম্যাচ সেরা জস বাটলার। তার হার মানা ৭৭ রানের সুবাদে দারুণ এক জয় তুলে নেয় ইংলিশরা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সাউদাম্পটেন ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। বেশ কয়েকজন ব্যাটসম্যান দারুণ শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। ৭ উইকেটে ১৫৭ রান তোলে অজিরা। জবাবে ওপেনার জস বাটলার ও আগের ম্যাচের নায়ক দাউইদ মালানের ব্যাটে ৬ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ৩ রানের মধ্যেই ফিরে যান ডেভিড ওয়ার্নার ও অ্যালেক্স ক্যারি। দলীয় ৩০ রানে ফেরেন স্টিভ স্মিথও। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ এক পাশ সামাল দিয়ে ৪০ রান করেন। এরপর মার্কাস স্টয়নিস ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৬ ও অ্যাস্টন অ্যাগার ২৩ রান করেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান সর্বোচ্চ ২টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে চাপই বুঝতে দেননি ম্যাচ সেরা জস বাটলার। প্রথম থেকে শেষ পর্যন্ত উইকেটে শাসন করেছেন ইংল্যান্ডের ডানহাতি এই ওপেনার। অজি বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৫৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাটলার। দাউইদ মালান করেন ৪২ রান। মঈন আলী ১৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার সর্বোচ্চ দুটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (ফিঞ্চ ৪০, স্টয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৬, অ্যাগার ২৩; জর্ডান ২/৪০, আর্চার ১/৩২, উড ১/২৫, রশিদ ১/২৫)।
ইংল্যান্ড: ১৮.৫ ওভারে ১৫৮/৪ (বাটলার ৭৭*, মালান ৪২, মঈন ১৩*; অ্যাগার ২/২৭, স্টার্ক ১/২৫)।
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: জস বাটলার (ইংল্যান্ড)।
সিরিজ: ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।