শিপ ব্রেকিং ব্যবসায়ীর বিরুদ্ধে ২০৯ কোটি টাকার চেক প্রতারণা মামলা
শিপ ব্রেকিং খাতের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০৯ কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গত সোমবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-১ আদালতে ব্যাংকটির আন্দরকিল্লা শাখা এই মামলা দায়ের করেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখা থেকে ঋণ সুবিধা নেন এম আর ট্রেডিং। এরপর থেকে নিয়মিত বিনিয়োগ সুবিধা ভোগ করলেও ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ঋণ অনিয়মিত হয়ে পড়ে। ঋণের বিপরীতে জামানত হিসেবে থাকা চেকগুলো নগদায়ন করার চেষ্টা করেও অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, আইনি প্রক্রিয়ায় একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানোর পরও টাকা পরিশোধ করেননি এই ঋণ গ্রহীতা। ফলে ব্যাংকের অর্থ আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
মামলাগুলো (৪টি) গ্রহণ করে আগামী ৩ নভেম্বর জবানবন্দি গ্রহণ ও শুনানির জন্য দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক জুয়েল দেব।
ব্যাংকের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (এফএভিপি) মো. ফোরকান চৌধুরী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
ঋণগ্রহীতা মোস্তাফিজুর রহমান নোয়াখালী বেগমগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের নুরুল আমিন চৌধুরীর ছেলে। প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করা হয়েছে আগ্রাবাদের গাউছিয়া মার্কেটে।