ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পাকিস্তানে স্বপ্নের মতো সময় কাটে বাংলাদেশের। ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফেরা দলটি নতুন উদ্যমে গেছে ভারত সফরে। ইতোমধ্যে মাঠের লড়াইও শুরু হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ম্যাচে টস ভাগ্য পক্ষে আসে বাংলাদেশের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে থাকা আদ্রতার সুবিধা কাজে লাগাতেই টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ভারতের মাটিতে তাদের বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জয় কেবল একটিতে। ৪ টেস্টের সব কটিতেই বাংলাদেশের হার। ৪ ওয়ানডেতেও একই ফল। ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় একটিতে। ২০১৯ সালে তিন ম্যাচের সিরিজে দিল্লিতে একটি ম্যাচ জেতে তারা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।