এইচপি ছাড়াই শ্রীলঙ্কা সফর!
প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা দল দিতে পারবে না বলে হাই পারফরম্যান্স দলকে (এইচপি) সঙ্গে নিয়ে যাবে বিসিবি। কোয়ারেন্টিন শেষে অনুশীলনের পাশাপাশি এইচপির বিপক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জাতীয় দলের।
এতে জাতীয় দলের পাশাপাশি এইচপির উল্লেখসংখ্যক ক্রিকেটারদেরও ম্যাচ অনুশীলন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিসিবিকে সদস্য সংখ্যা কমানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনই নির্দেশনা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। এমন নির্দেশনার কারণে এইচপির শ্রীলঙ্কা সফর নাও হতে পারে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কাকে ৭ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছিল বিসিবি। তাতে সায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেটেরও। কিন্তু তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বলছে, ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।
কোয়ারেন্টিনের সময়সীমা না কমালে সিরিজটির ভাগ্য অন্ধকারে পড়ে যেতে পারে। কারণ কোনোভাবেই ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে চায় না বিসিবি। আবার এইচপিকে ছাড়া বাংলাদেশ সফর না করতে চাইলেও জটিলতা তৈরি হবে। যদিও এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় যেটা জানিয়েছেন, তাতে মনে হয়েছে এইচপির সফর না হওয়ার সম্ভাবনাই বেশি।
অগ্রাধিকারের প্রশ্নে জাতীয় দলের সফরের কথাই উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ, শেষ পর্যন্ত যদি সদস্য সংখ্যা কমিয়েই শ্রীলঙ্কায় যেতে হয়, এইচপিকে শ্রীলঙ্কায় নেওয়া হবে না। শুধু জাতীয় দলই সফর করবে। টেস্ট চ্যাম্পিয়শিপের ম্যাচ হওয়ায় জাতীয় দলের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'এইচপির সফরটা আলাদা, অগ্রাধিকার পাবে জাতীয় দলের সফর। কারণ এইচপির যে ক্যাম্প, সেটা আমরা পরেও করতে পারব। কিন্তু জাতীয় দলের যে সফর, সেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। এসব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আমরা যদি এই সময়টা মিস করি তাহলে নতুন উইন্ডো বের করা কঠিন হবে। জাতীয় দলের টেস্ট সিরিজ অগ্রাধিকার পাবে।'
অবশ্য এখন পর্যন্ত আগের পরিকল্পনাতেই আছে বিসিবি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় সফর করবে এইচপি দলও। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর। টেস্ট সিরিজ শুরুর আগে এইচপির সঙ্গে জাতীয় দলের বেশ কয়েকটি অনুশীলন ম্যাচের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।