বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলছেন লঙ্কান মন্ত্রী
শ্রীলঙ্কা ক্রিকেট বলছে ১৪ দিনের কোয়ারেন্টিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট ১৪ দিনে অনড় থাকায় সফর না করার কথা জানিয়ে দিয়েছে বিসিবি। যে কারণে সিরিজটির ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
কোয়ারেন্টিন ইস্যুতে যে অনেক দেন-দরবার চলছে, তা চোখে পড়েছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন তিনি। দেশের কোভিড টাস্কফোর্সের সঙ্গে কথা বলে বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্দেশনা দিয়েছেন তিনি।
পুনর্বিবেচনার বিষয়টি একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন রাজাপাকসে। টুইটে তিনি লিখেছেন, 'আমরা সবাই জানি যে কোভিড-১৯ মহামারী এখনও বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান। এ অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলেছি, কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য।'
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। এই সফরে জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স দলকেও (এইচপি) নিয়ে যাওয়ার পরিকল্পনা বিসিবির। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৬৫ জনের বহর শ্রীলঙ্কায় যাওয়ার কথা।
এ ছাড়া করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে তৃতীয় দিন থেকেই অনুশীলন করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। এভাবেই শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা হয় বিসিবির। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামাফিক ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ সময় অনুশীলন করা যাবে না, দল হতে হবে ৩০ জনের। এর বাইরে আরও কিছু শর্ত যোগ করেছে তারা।
শ্রীলঙ্কা ক্রিকেটের পাঠানো চিঠিতে এসব বিষয় দেখার পর সফর করার ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়েছে বিসিবি। সোমবার এক বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এমন শর্ত মেনে শ্রীলঙ্কায় সফর করা সম্ভব নয়। নিজেদের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে শ্রীলঙ্কাকে জানিয়েও দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজটির ভাগ্য।