কোনো ম্যাচ না জিতেই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিতে বাংলাদেশ
মালদ্বীপের সমান পয়েন্ট হওয়ায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নির্ভর করছিল ভারত-মালদ্বীপ ম্যাচের উপর। মালদ্বীপ হেরে যাওয়ায় সেমি-ফাইনালের খেলার সম্ভাবনার দুয়ার খুলে যায় বাংলাদেশের। ভারতের বড় জয়ে বয়সভিত্তিক এই আসরটিতে সেরা চারে উঠেছে বাংলাদেশও।
রোববার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে 'এ' গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত টানা দুটি ম্যাচ জিতলো। গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমি-ফাইনালের টিকেট কাটলো তারা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেই শেষ চারে উঠলো।
ভারতের বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশ ১-১ গোলে ড্র করে মালদ্বীপের বিপক্ষে, দুই দলের পয়েন্ট ছিল সমান ১ করে। ভারতের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি ব্যবধানে পরাজিত হওয়ায় পিছিয়ে পড়তে হয় মালদ্বীপকে। যদিও তাদের পয়েন্ট বাংলাদেশের সমান ছিল, কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দলটিকে।
'এ' গ্রুপের রানার্সআপ হিসেবে বাংলাদেশ সেমি-ফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে। 'বি' গ্রুপে শীর্ষস্থান অর্জনের লড়াইয়ে আছে ভুটান ও পাকিস্তান, দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটান অথবা পাকিস্তান হবে বাংলাদেশের প্রতিপক্ষ।