দুই দফা কোয়ারেন্টিনের প্রস্তাব শ্রীলঙ্কা ক্রিকেটের
কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে। দুই বোর্ড থেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু চূড়ান্ত হচ্ছে না কোনোটাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে সফর করা সম্ভব নয়। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামাফিক ১৪ দিনের কোয়ারেন্টিনে অনড় শ্রীলঙ্কা ক্রিকেট।
যদিও এই অবস্থায় পরিবর্তন এসেছে। বাংলাদেশকে সফরে নেওয়ার পরিবেশ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। কোয়ারেন্টিনের সময় কমানোসহ স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক নির্দেশনা শিথিল করতে নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে মানানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা ক্রিকেট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দুই দফার কোয়ারেন্টিনের আবেদন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অর্থাৎ, দেশ থেকে ৭ দিনের কোয়ারেন্টিন করে যাওয়ার পর শ্রীলঙ্কাতে আরও ৭ দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সঙ্গে এসএলসির সভাপতি শাম্মি সিলভার আলোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়।
মঙ্গলবার শাম্মি সিলভার নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেটের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কার 'ন্যাশনাল অপারেশন সেন্টার ফর প্রিভেনশন অফ কোভিড-১৯ আউটব্রেক'-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্রা সিলভার সঙ্গে সেনা সদর দপ্তরে জরুরী বৈঠক করে। এরপর ক্রীড়ামন্ত্রীর সঙ্গে শাম্মি সিলভার বৈঠক হয়। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের আগের অবস্থানেই আছে। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টিন করার নির্দেশনা দিয়েছে তারা। যা মানা সম্ভব নয় বলে বিসিবি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে। এ কারণেই দুই দফার কোয়ারেন্টিনের কথা চিন্তা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
যদিও শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ বা বিসিবি; কেউই এমন পরিকল্পনার সঙ্গে একমত হয়নি। এ ছাড়া বায়ো সিকিউর অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারটি জটিল ও কঠিন বলে বিবেচিত হচ্ছে। তারপরও শ্রীলঙ্কা ক্রিকেট বিকল্পভাবে ভাবছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের কম কোয়ারেন্টিন না মানার বিষয়টি বাধা হিসেবেই থেকে যাচ্ছে।
কোভিড-১৯ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেছে শ্রীলঙ্কা। যেখানে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান লঙ্কান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাভিন বিকরামারাত্নে। তিনি বলেন, 'কোভিড-১৯ টাস্ক ফোর্সের সঙ্গে আমাদের ইতিবাচক বৈঠক হয়েছে। সবাই এটার সঙ্গে একমত হয়েছেন যে, এই সফরটি আমাদের নিশ্চিত করা উচিত। তবে চিকিৎসকরা কী বলছেন, সেটাও আমাদের মানতে হবে।'
তিন মাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। চার সপ্তাহের অনুশীলনের পর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা আগামী ২৪ অক্টোবর। প্রথম দুটি টেস্ট ক্যান্ডি ও শেষ টেস্ট ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।