বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটারই আছেন, যারা একটি নির্দিষ্ট ফরম্যাটে খেলেন। বাংলাদেশে এমন ক্রিকেটার বেশি মেলে টেস্টে। নামগুলো নিশ্চয়ই এতোক্ষণে আপনার মাথায় চলে এসেছে? হ্যাঁ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের কথা বলা হচ্ছে। এসব ক্রিকেটার কেবলই টেস্ট ক্রিকেট খেলেন। বাকি দুই ফরম্যাটে বেশিরভাগ সময়ে তাদের বিবেচনা করা হয় না।
মুমিনুল-তাইজুলদের গুরুত্বের সবটাজুড়ে যেহেতু টেস্ট ক্রিকেট আর বাংলাদেশও টেস্ট ক্রিকেটে উন্নতি চায়, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এসব ক্রিকেটারের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। ধারাভাষ্যের এক ফাঁকে ক্রিকেটারদের স্বার্থে ও টেস্ট ক্রিকেটের উন্নতিতে এই পরামর্শ দেন অভিজ্ঞ এই ওপেনার।
দারুণ ব্যাটিংয়ে মুমিনুল ততোক্ষণে টেস্ট ক্যারিয়ায়ের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে তিনি কতোটা ভালো, সেটা উল্লেখ করার পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে তামিম বলেন, 'আমার মনে হয়, মুমিনুল খুব বেশি সময় বিপিএলে দল পায়নি। সে শুধু একটি ফরম্যাট খেলে আসছে। অনেক সময় তাকে নিজেকেই নিজের মতো অনুশীলন চালিয়ে নিতে হয়। তার মতো সাদমান ইসলাম, তাইজুল ইসলামও। তাইজুল, যার টেস্ট রেকর্ড বিস্ময়কর। ৪৬ টেস্টে ১৯৫ উইকেট, সত্যিই বিস্ময়কর।'
'এমন ক্রিকেটারদের খুবই গুরুত্বের সঙ্গে যত্ন নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যারা তিন ফরম্যাট খেলে, তাদের মতো আর্থিকভাবে লাভবান নয় এসব ক্রিকেটার। তাই সত্যিকার অর্থেই আপনাকে মুমিনুল-তাইজুলের মতো ক্রিকেটারদের দিকে নজর দিয়ে তাদের যত্ন নেওয়া উচিত। আপনি টেস্ট ক্রিকেটে ভালো করতে চান, এসব ক্রিকেটারের সবচেয়ে গুরুত্বের জায়গাও টেস্ট ক্রিকেট। সত্যিকার অর্থেই আপনাকে তাদের যত্ন নিতে হবে।' বলেন তিনি।
তামিমের এমন মন্তব্য শুনে পুরোপুরি সম্মতি জানান ধারাভাষ্য কক্ষে থাকা ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, ভারতেও টেস্ট ক্রিকেটকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রবি শাস্ত্রী বলেন, 'হ্যাঁ, আমার মনে হয় এটা খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি ভারতের টেস্ট ক্রিকেটকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।'
বিসিবির পাশাপাশি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদেরও পরামর্শ দিয়েছেন তামিম। তার মতে, সম্মান জানাতে একজন করে টেস্ট ক্রিকেটারকে দলে নেওয়া উচিত দলগুলোর। তিনি বলেন, 'আমি খুবই বিশ্বাসী, আমাদের নিজেদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে, বিপিএল। যেখানে ভালো অর্থ আছে। আমার মনে হয় প্রতিটা ফ্র্যাঞ্চাইজির উচিত একজন টেস্ট খেলোয়াড়কে দলে নেওয়া, যারা অন্য ফরম্যাটে খেলে না। তাদের প্রতি সম্মান জানাতে এটা করা উচিত।'
এক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের লম্বা সময় ধরে ম্যাচে বাইরে থাকতে হয়, প্রস্তুত থাকতে নিজের মতো করে অনুশীলন চালিয়ে নিতে হয়। কাজটি খুব কঠিন জানিয়ে তামিম আরও বলেন, 'এক ফরম্যাটে খেলে যাওয়া সব সময়ই খুব কঠিন কাজ। তিন-চার-পাঁচ-ছয় মাস কোনো ক্রিকেট না খেলে একজনের পক্ষে ফিরেই বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হওয়া সহজ নয়। আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এটা সহজ নয়। আমরা অনেকেই ক্রিকেট খেলেছি, আমরা বুঝি কিছু সময় এটা কতোটা কঠিন।'