চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করেছে বিশ্বব্যাংক
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে এপ্রিলে বিশ্বব্যাংক এ প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল।
বিশ্বব্যাংক তাদের পূর্বাভাস কমানোর পেছনে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পরে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত 'সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৪)' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, '২০২৩–২৪ অর্থবছরের ৫.২ শতাংশ প্রবৃদ্ধি থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি ২০২৪–২৫ অর্থবছরে ৩.২–৫.২ শতাংশে নেমে আসতে পারে, যার মধ্যবর্তী হার হতে পারে ৪ শতাংশ।'
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'এ বিস্তৃত পরিসরের প্রক্ষেপণ সাম্প্রতিক মাসগুলোতে নির্ভরযোগ্য তথ্যের অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ভবিষ্যৎ সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তাকে প্রতিফলিত করে।'
বিশ্বব্যাংক জানায়, 'স্বল্পমেয়াদে রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ এবং শিল্পখাতে প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে। সাম্প্রতিক বন্যার কারণে কৃষি উৎপাদনও কিছুটা কমে যেতে পারে।'
তবে মাঝারি থেকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়বে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 'আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ সংহতকরণ, উন্নত ব্যবসায়িক পরিবেশ এবং বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ প্রবৃদ্ধি সম্ভব হবে।'
অন্যদিকে, ২০২৪ সালের জন্য দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৪ শতাংশ করেছে বিশ্বব্যাংক।