হতাশার সফর শেষে রাতে দেশে ফিরছে পুরুষ ও নারী দল
চরম হতাশার সফর শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। ভারত সফরে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা পুরুষ দল রাত সাড়ে ১০টায় ঢাকা এসে পৌঁছাবে। সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া বাংলাদেশ নারী দল ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে তাদেরকে ২-০ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে পুরুষ দল। আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই ভারত সফরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ভিন্ন বাস্তবতার কথা জানা থাকলেও ভারতে দারুণ কিছু করার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পারফরম্যান্স করতে পারেনি সফরকারীরা।
পুরো সফরজুড়ে দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়েও বলার মতো তেমন সাফল্য মেলেনি। প্রথম টেস্টে ২৮০ রানের ব্যবধানে হার মানা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দুই দিনেরও কম সময়ে হেরে যায়। টি-টোয়েন্টিতে সিরিজেও ছিল একই হাল। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় বড় বড় হারে টেস্টের পর তিন ম্যাচের এই সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
নারী দল অবশ্য পারফরম্যান্সে কিছুটা এগিয়ে। একেবারে খালি হাতে দেশে ফিরছেন না নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, ফাহিমা খাতুনরা। আয়োজক হিসেবে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। ওই জয়টি ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় জয়, যা আসে ১০ বছর পর।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি এতোটুকুই। যদিও দেশ ছাড়ার আগে সেমি-ফাইনাল খেলার স্বপ্নের কথা জানান অধিনায়ক জ্যোতি। কিন্তু জয়ে শুরু করলেও পরের ম্যাচগুলো বিবর্ণ থেকে যান তারা। গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।