সুলভ মূল্যে ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, সবজি বিক্রি শুরু করল টিসিবি
নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সুলভ মূল্যে সরবরাহের উদ্দেশ্যে সরাসরি ট্রাক থেকে কৃষিজ পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।
এই উদ্যোগের লক্ষ্য হলো, বাজারের নিয়মিত মূল্যের বিকল্প হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া।
আজ (২৪ অক্টোবর) থেকে বিভিন্ন সবজি ও খাদ্য সামগ্রী, যেমন ডিম, করলা, লাউ, পটল, পেঁয়াজ, পেঁপে, মিষ্টি কুমড়া এবং মুলা বিক্রি করা হবে। এই পণ্যগুলো বাজারের নিয়মিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের বড় সংখ্যায় আকৃষ্ট করছে।
সাশ্রয়ী মূল্যে এই প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন তৈরি ইয়েছে। এই উদ্যোগ এমন একটি সময়ে এসেছে যখন মূল্যস্ফীতি এবং উচ্চ বাজার মূল্য পরিবারের বাজেটকে চ্যালেঞ্জ করছে।
গতকাল (২৩ অক্টোবর) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঘোষণা দিয়েছে, ভোজ্য তেল, ডাল এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহ করা চাল সাধারণ ক্রেতাদের জন্য ৫০টি ট্রাকের মাধ্যমে ঢাকা মহানগরে এবং ২০টি ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম মহানগরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এই কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
এই উদ্যোগের আওতায় প্রত্যেক ক্রেতা প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বাধিক ২ লিটার ভোজ্য তেল, প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি ডাল এবং প্রতি কেজিতে ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিলিজে বলা হয়েছে যে, মূল্যস্ফীতি পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসার আগ পর্যন্ত টিসিবির এই কার্যক্রম বাড়ানো হতে পারে।