তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ; জনতার তোপের মুখে সরে গেলেন শিক্ষার্থীরা
সাধারণ মানুষের ক্ষোভের মুখে রাজধানী মহাখালীর আমতলী মোড় ছেড়েছে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তিতুমীর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীর ফ্লাইওভারের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সোয়া ১টার দিকে সাধারণ মানুষের ক্ষোভের কারণে তারা সড়কটি ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচির ফলে মহাখালী থেকে উত্তরা, ফার্মগেট, গুলশান ও তেজগাঁওগামী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে অনেক যাত্রী শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বাধ্য হয়ে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে যান।
এর আগে, সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধরের ঘটনা ঘটে। এসময় কিছু শিক্ষার্থী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।