রাজধানীতে ‘আওয়ামীপন্থী ব্যবসায়ীর সঙ্গে বিএনপি নেতার’ সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ
রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর) এর সামনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধরা হলেন- নিটোরের কর্মী রুবেল এবং চা দোকানের মালিক মান্নান।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, 'গুলিবিদ্ধ দুজন এখন বিপদমুক্ত। ঘটনাস্থল থেকে রনি শেখ নামের একজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।'
ওসি বলেন, 'আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ইমপ্ল্যান্ট ব্যবসার সঙ্গে জড়িত। বিএনপির নেতা মোহসিনের বিরুদ্ধে তিনি তার ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ করেন। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে।'
তিনি আরও বলেন, 'ঘটনাটি সম্পর্কে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'