রিডলি স্কটের সঙ্গে ‘৩০ মিনিটের জুম কলেই’ গ্ল্যাডিয়েটর ২-এর চরিত্র পেয়েছিলেন মেসকল
পল মেসকল জানিয়েছেন, পরিচালক রিডলি স্কটের সঙ্গে মাত্র ৩০ মিনিটের একটি জুম কলে কথা বলেই তিনি গ্ল্যাডিয়েটর ২-এ অভিনয়ের প্রস্তাব পান। খবর বিবিসি-এর।
আইরিশ এ অভিনেতা গ্ল্যাডিয়েটর (২০০০) সিনেমার আগামী মাসে মুক্তি পেতে যাওয়া সিক্যুয়েলে ডেনজেল ওয়াশিংটনের সঙ্গে অভিনয় করবেন।
কাস্টিং প্রক্রিয়া নিয়ে বিবিসির গ্রাহাম নর্টনের সঙ্গে আলাপচারিতায় মেসকল মজা করে বলেন, 'রিডলি সময় অপচয় করেন না।
'আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরা টেস্ট বা অডিশন হবে, কিন্তু ৩০ মিনিটের জুম কলের প্রথম ১০ মিনিট ছিল চরিত্র নিয়ে। আর বাকি ২০ মিনিট কথা হয় গ্যালিক ফুটবল, তার পোষা কুকুর ও স্ত্রীর প্রসঙ্গে।'
মেসকল আরও জানান, 'আমার ধারণা ছিল আরও কিছু ধাপ থাকবে। কিন্তু কয়েক সপ্তাহ পর তিনি ফোন করে সরাসরি চরিত্রটি দেওয়ার কথা জানান।
'আমার মনে হয় সেটে এবং বাইরে উভয় ক্ষেত্রে রিডলি তার অনুভূতি আর অভিজ্ঞতা দিয়েই কাজ করেন। আমি অত্যন্ত আনন্দিত যে সবকিছু এভাবে হয়েছে।'
বলা বাহুল্য, স্কটের সঙ্গে চরিত্রটি নিয়ে যখন আলোচনা হয়, ততদিনে পরিচালক ও প্রযোজনা সংস্থা মেসকলের অভিনয় দক্ষতা, বক্স অফিসে জনপ্রিয়তা ইত্যাদি নিয়ে ভালোভাবেই অবগত ছিলেন।
মেসকল প্রথম খ্যাতি অর্জন করেন ২০২০ সালে স্যালি রুনির উপন্যাস অবলম্বনে নির্মিত টিভি সিরিজ নরমাল পিপল-এ অভিনয়ের মাধ্যমে। মহামারির সময় টিভি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল এটি।
পরবর্তীকালে তিনি অল অব আস স্ট্রেঞ্জার্স, ফো এবং দ্য লস্ট ডটার-এ অভিনয় করেন। ২০২২ সালের আফটারসান সিনেমায় অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান মেসকল।
গ্ল্যাডিয়েটর ২-এ মেসকল রোমান সম্রাটের নাতি লুসিয়াস চরিত্রে অভিনয় করছেন। গল্পের প্রেক্ষাপটে রোমান সৈন্যদের হাতে আক্রান্ত হওয়ার পর লুসিয়াস দাস হতে বাধ্য হন এবং রোমের গৌরব পুনরুদ্ধারে কলোসিয়ামে গ্ল্যাডিয়েটর হিসেবে তাকে যুদ্ধ করতে হয়।
এ চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে মেসকল বলেন, 'অনেক মুরগি খেয়েছি আর ভারী ওজন তুলেছি। একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রতিদিন প্র্যাকটিস করতাম। ভালোই লেগেছিল।
নর্টনের অনুষ্ঠানের আরেক অতিথি এডি রেডমাইনও তার সিনেমা দ্য ডে অফ দ্য জ্যাকাল-এর জন্য শারীরিক প্রস্তুতি নিয়ে রসিকতা করে বলেন, 'আমি পলের সঙ্গে একমত নই। এটা মোটেও ভালো ছিল না, বরং ভীতিকর ছিল।'
মুল গ্ল্যাডিয়েটর সিনেমা বিশ্বব্যাপী ৪৬৫ মিলিয়ন ডলার আয় করেছিল। রাসেল ক্রোর সেরা অভিনেতার জন্য অস্কারসহ মোট পাঁচটি অস্কার জিতেছিল রিডলি স্কটের পরিচালিত সিনেমাটি।