স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা এই অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ তারিক মোস্তফা টিবিএসকে বলেন, তারা শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, "গত ৪৫ মিনিট ধরে শিক্ষার্থীরা অধিভুক্ত সাত কলেজের জন্য আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিচ্ছে। এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।"