সাফজয়ী নারী দলের জন্য বিসিবির পুরস্কার ঘোষণা
ফুটবল দলকে অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু অভিনন্দন জানানোতেই সীমাবদ্ধ থাকছে না তারা। অর্থ পুরস্কারের ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিক নেপাললে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এতে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখেন সাবিনা- ঋতুপর্ণারা।
বাংলাদেশের পরপর দুইবার সাফ জেতার সাফল্যে উচ্ছ্বসিত ফারুক আহমেদ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে তিনি এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন, 'বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।'
সন্ধ্যার দিকে এক বিবৃতিতে বিসিবি জানায়, নারী দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-সানজিদাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।