ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংড়ী স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আলতাব হোসেন (৫০)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মোমিন ফকিরে ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে পিংরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, দুর্ঘটনার পর ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।