সংলাপপ্রতি ১ মিলিয়ন ডলার, আয় শাহরুখের চেয়েও বেশি, ৭০ শতাংশই দান করেন এই অভিনেতা
সিনেমা হলো একটি দৃশ্যভিত্তিক মাধ্যম, কিন্তু অভিনেতাদের বাচন দক্ষতার ওপর ভিত্তি করেই তাদের নির্বাচন করা হয়। সংলাপ অভিনয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সিনেমাতে প্রধান অভিনেতাদেরই সবচেয়ে বেশি সংলাপ থাকে। তবে এক বিশেষ তারকার জন্য এটি প্রযোজ্য ছিল না। তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যার পুরো সিনেমায় সংলাপ ছিল মাত্র ৬৩৮টি শব্দ। তারপরও তিনি সিনেমায় এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা।
প্রতি সংলাপের জন্য পেয়েছিলেন ১ মিলিয়ন ডলার
ওয়াচোস্কিদের যুগান্তকারী সিক্যুয়াল দ্য ম্যাট্রিক্স সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় পর্বে (রিলোডেড এবং রেভলিউশনস) নিও চরিত্রে ফিরে আসেন কিয়ানু রিভস। প্রথম চলচ্চিত্রের সফলতার পর কিয়ানুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। যার কারণে পরবর্তী সিক্যুয়ালগুলোতে তিনি উচ্চ পারিশ্রমিক দাবি করতে সক্ষম হন। র্যাংকার তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই দুটি চলচ্চিত্র থেকে কিয়ানু ১০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। দুই সিনেমায় তার সংলাপ সংখ্যা একশর কম হওয়ায় তিনি প্রতি সংলাপের জন্য প্রায় ১ মিলিয়ন ডলার বা প্রতি শব্দে প্রায় ১৫৯,০০০ ডলার আয় করেছেন। সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত কোনো অভিনেতা এত বেশি পারিশ্রমিক পাননি।
দ্য ম্যাট্রিক্স সিরিজে কাজ করার সময় কিয়ানু তার উদারতার জন্যও ভক্তদের কাছে জনপ্রিয় ছিলেন। প্রথম সিনেমা থেকে তিনি ৪৫ মিলিয়নেরও বেশি ডলার আয় করেন যার ৭০ শতাংশই তিনি দান করে দেন বলে জানা যায়। ম্যাট্রিক্স ২ ও ৩-এর ভিএফএক্স টিমের জন্যও তিনি কয়েক মিলিয়ন ডলারের উপহার দেন। এছাড়া তার সাম্প্রতিক হিট সিনেমা জন উইক ৪ এর স্টান্ট টিমকেও মূল্যবান ঘড়ি উপহার দিয়েছেন কিয়ানু। কিয়ানু রিভসকে সিনেমা জগতের অন্যতম বড় দানশীল ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
কিয়ানু রিভসের বর্তমান পারিশ্রমিক
বর্তমান সময়ে বেশিরভাগ অভিনেতার মতো, কিয়ানু রিভসও তার পারিশ্রমিক দুই ভাগে নেন। তার একটি অগ্রিম এবং আরেকটি বক্স অফিস কালেকশন থেকে বোনাস। জন উইক ৪ চলচ্চিত্রের জন্য স্ক্রিনরান্টের প্রতিবেদন অনুসারে, কিয়ানু রিভস ১৫ মিলিয়ন ডলার অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন। ই!-এর প্রতিবেদনে বলা হয়েছে, বোনাসসহ তিনি সিনেমাটি থেকে মোট ২৫ মিলিয়ন ডলার আয় করেন, যা তাকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তালিকায় নিয়ে আসে। ভারতের শীর্ষ অভিনেতাদের পারিশ্রমিক কিয়ানুর তুলনায় অনেকটাই কম। শাহরুখ খান, প্রভাস, এবং সালমান খানের মতো তারকারা আজকের দিনে প্রতি চলচ্চিত্রে প্রায় ১২ থেকে ১৮ মিলিয়ন ডলার অর্থাৎ ১০০-১৫০ কোটি রুপি। কিয়ানুর থেকে শুধু দুই তামিল তারকা- রজনিকান্ত ও বিজয় বেশি পারিশ্রমিক পান।
কিয়ানু রিভসের আপকামিং
২০২৫ সালে আনা ডি আরমাস-অভিনীত স্পিনঅফ ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক: ব্যালেরিনা-তে জন উইকের ভূমিকায় পুনরায় অভিনয় করবেন কিয়ানু। এছাড়া তার দুটি নতুন সিনেমা আসছে—গুড ফরচুন এবং আউটকাম। তিনি সিক্রেট লেভেল নামক একটি অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজের এক পর্বেও একটি চরিত্রে কণ্ঠ দেবেন, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে ১০ ডিসেম্বর মুক্তি পাবে।