অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গা শিবিরে থ্রি-জি ও ফোর-জি বন্ধ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, সোমবার রাতেই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এ সেবা বন্ধ থাকবে।
রোহিঙ্গা শরণার্থীরা নানাভাবে বাংলাদেশী মোবাইল সিম সংগ্রহ করে মুঠোফোন ব্যবহার করছে এমন সংবাদের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। এবার পুরো সময়ের জন্যই বন্ধের নির্দেশনা এল।
বার্তা সংস্থা ইউএনবিকে বিটিআরসি কর্মকর্তা জাকির হোসেন খান বলেন, “থ্রি-জি ও ফোর-জি ডাটা বন্ধ করতে সোমবার রাতে বিটিআরসি সব অপারেটরকে চিঠি দেয়। সে অনুযায়ী মঙ্গলবার থেকে টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় থ্রি-জি ও ফোর-জি বন্ধ করা হয়েছে।”
তিনি জানান, রোহিঙ্গারা যে এলাকায় থাকে সেখানে আগে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করার জন্য অপারেটরদের বলা হয়েছিল। তবে এখন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রোহিঙ্গা শিবির এলাকায় এ সেবা বন্ধ থাকবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে সাত দিনের মধ্যে রোহিঙ্গা শিবিরে সব ধরনের সিমকার্ড বিক্রি ও মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্টে দেশটির রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে।