স্কুলছাত্রী রিশা হত্যার রায় ৬ অক্টোবর
তিন বছর আগে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার ঘটনায় দর্জি দোকানের কর্মচারি ওবায়দুল হকের কী শাস্তি হবে তা জানা যাবে আগামী ৬ অক্টোবর।
বুধবার মামলার বাদীপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রিশাকে ২০১৬ সালের ২৪ আগস্ট স্কুলের সামনে ছুরিকাঘাত করা হয়। চারদিন পর হাসপাতালে মারা যান ১৪ বছর বয়সী ওই কিশোরী।
হামলার পরদিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন রিশার মা তানিয়া বেগম। রিশা মারা যাওয়ার পরপরই মামলাটি হত্যামামলায় পরিণত হয়।
হত্যাকাণ্ডের পরই পালিয়ে যান ইস্টার্ন মল্লিকা শপিং মলের বৈশাখী টেইলার্স নামে দর্জির দোকানের কর্মচারী ওবায়দুল হক। এরমধ্যে রিশার সহপাঠীদের আন্দোলনের মুখে এই হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে আলোচনা শুরু হয়। পরে ৩১ আগস্ট অভিযুক্ত ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ডে জিজ্ঞাসবাদের পর হত্যার বিষয়টি স্বীকার করে ওবায়দুল বলেছিলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে খুন করেন তিনি।
তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ নভেম্বর রমনা থানার পরিদর্শক আলী হোসেন অভিযুক্ত ওবায়দুল হককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। রিশার চার সহপাঠীসহ ২৬ জনকে সাক্ষী করা হয় সেখানে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৭ সালের ১৭ এপ্রিল আদালত অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামি ওবায়দুলের বিচার শুরুর আদেশ দেয়।