জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তনের হাওয়ার লাগার শুরুতেই আলোচনাটা শুরু। প্রক্রিয়া এগিয়েছে, সবকিছু চূড়ান্তও হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। যা এলো মঙ্গলবার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
জাতীয় দলের শক্তি বৃদ্ধি এবং দেশীয় প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে সালাউদ্দিনকে কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। তার সঙ্গে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তি করেছে দেশের ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি।
জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্কটা পুরনো। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলে সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দুই দশকের কোচিং ক্যারিয়ারে বিসিবির একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবেও সফল সময় পার করেছেন সালাউদ্দিন।
পুরস্কারপ্রাপ্ত কোচ সালাউদ্দিনের আছে এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ স্বীকৃতি। ঘরোয়া ক্রিকেটে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার তত্ত্বাবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিকবার শিরোপা জিতেছে কয়েকটি দল।
সালাউদ্দিন কোচে হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জাতীয় দলের কাঠামোতে স্থানীয় দক্ষতা যুক্ত করার ওপর গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, 'আমি যখন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন আমি যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিনের অভিজ্ঞতা, যোগ্যতা এবং জ্ঞান তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে।'
এই পদক্ষেপ বিসিবির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে বাংলাদেশি কোচদের মূল্যবান অবদানকে অগ্রাধিকার এবং স্বীকৃতি দেওয়া হচ্ছে। সালাউদ্দিনের প্রমাণিত সাফল্য এবং স্থানীয় ক্রিকেট পরিবেশ সম্পর্কে গভীর জ্ঞানের সাথে জাতীয় দল তার পরামর্শ থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।