ট্রাম্পকে অভিনন্দন পুতিনের, আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গতকাল (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় পেনসিলভানিয়াতে এক সন্ত্রাসী হামলা, ট্রাম্প সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছিলেন।
"একজন সত্যিকারের পুরুষের মতো তিনি সঠিকভাবে এবং সাহসের সঙ্গে কাজ করেছেন, আমি এই সুযোগে তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই", বলেন পুতিন।
ইউক্রেন সংকট এবং রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যগুলোকে গুরুত্ব দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, "রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং ইউক্রেন সংকট সমাধানের ইচ্ছার বিষয়টি বিশেষ মনোযোগের দাবিদার।"
ট্রাম্প তার প্রচারণায় উল্লেখ করেছিলেন যে, নির্বাচিত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।
৭২ বছর বয়সি পুতিন অবশ্য এনিয়ে মন্তব্য করতে সতর্কতা অবলম্বন করেছেন। তিনি বলেন, আগামীতে কী ঘটবে, তা নিয়ে আমার কোনো ধারণা নেই। যদি ট্রাম্প আলোচনা করতে চান, তবে রাশিয়া প্রস্তুত থাকবে এবং প্রয়োজন হলে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।
রাশিয়া এবং ট্রাম্প উভয়ই পশ্চিমা মিডিয়ার কিছু দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন, যেখানে ট্রাম্পকে রাশিয়ার প্রভাবিত এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন বিশেষ পরামর্শক রবার্ট মুলারও ২০১৯ সালে জানান যে, ট্রাম্পের প্রচারণা এবং রাশিয়ার মধ্যে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাননি।
মস্কো বারবার মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে এবং ২০২৪ সালের নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে অস্থিতিশীলতা তৈরির জন্য বিতর্কিত তথ্য ছড়ানোর অভিযোগকেও প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে যুদ্ধ শেষ করার বিষয়েও আলোচনা চলছে। যুদ্ধ শেষ করতে পুতিন গত ১৪ জুন তার শর্ত ঘোষণা করেন: ইউক্রেনকে তার ন্যাটো সদস্যপদ ত্যাগ করতে হবে এবং রাশিয়া দাবি করা চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
পুতিন পশ্চিমা নেতাদের কৌশলগত পরাজয় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করেন এবং বলেন, "আমাদের ওপর চাপ প্রয়োগ করা নিরর্থক। তবে আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত আছি।"
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন