জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) 'বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট'-এর নাম থেকে 'বঙ্গবন্ধু' বাদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটের নাম থেকে 'বঙ্গবন্ধু' বাদ দিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতে সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীরা ইনস্টিটিউটের নাম থেকে 'বঙ্গবন্ধু' নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছিল। তাদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট ইনস্টিটিউটের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ইনস্টিটিউটের নাম সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেন ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো– ইনস্টিটিউটের নাম সংস্কার করে শুধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট করা, ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করতে হবে এবং অতিদ্রুত ক্লাসরুম সংকট দূর করতে হবে।
তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছিলেন, "ব্যক্তির নামে কোন বিভাগ থাকতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।"
প্রয়োজনে শিক্ষকদের সাথে আলোচনার কথাও বলেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সাল (২০১৭- ১৮ শিক্ষাবর্ষ) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হয়।