ক্ষমতায় গেলে স্বাস্থ্য-শিক্ষা খাতে জিডিপির ১০ শতাংশ বরাদ্দ দেবে বিএনপি: আমীর খসরু
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে জিডিপির ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, 'আমরা দুটি বিষয় পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়েছি জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে এবং ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেবো।'
আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় দৈনিক বণিক বার্তা আয়োজিত 'তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৪'- শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, 'আমরা যদি নাগরিকদের সর্বজনীন স্বাস্থ্যসেবা দিতে পারি, তাহলে তাদের স্বাস্থ্য ভাল হবে এবং তারা জাতির জন্য আরও ভাল অবদান রাখবে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ কমে যাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।'
অনুষ্ঠানে নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, '৫ আগস্টেও দেশের অনেক ব্যাংক থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হয়েছে।'
তিনি বলেন, 'আমরা ব্যবসায়ের রাজনীতিকরণ যেভাবে করেছি, তাতে মাঝে মাঝে ব্যবসায়ী পরিচয় দিতে লজ্জা হয়। আমি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার খরচ কমানোর জন্য সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করব।'