সাভারে আঞ্চলিক সড়ক অবরোধ করে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এজেআই গ্রুপের ৪টি কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর এলাকায় এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রুপটির ৪টি প্রতিষ্ঠানের সহস্রাধিক শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, এর আগে মালিকপক্ষ আজ ১৪ তারিখে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানান। কিন্তু মালিকপক্ষের এই ঘোষণা শ্রমিকরা মেনে না নিয়ে গতকাল সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে — গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীল নিজে বিক্ষুব্ধ শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে গতকালই (১৩ নভেম্বর) শ্রমিকরা তাদের বেতন পেয়ে যাবে বলে জানান। গ্রুপ চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা তখন রাস্তা থেকে অবরোধ তুলে নেয়, তবে গতকাল তাদের বেতন পরিশোধ করা হয়নি। আজ বেলা ১২টার দিকে শ্রমিকদের একটি অংশের রকেট একাউন্টে বেতন পরিশোধ করা হলেও — প্রায় অর্ধেক শ্রমিক এখনো তাদের বেতন পাননি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সন্ধ্যায় ৭টায় কারখানা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক টিবিএসকে বলেন, "আজকে কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও অনেক শ্রমিকই বেতন পাননি। একটি লাইনে ৪০ জন শ্রমিক থাকলে ১৫-২০ জন বেতন পেয়েছেন, বাকিরা পায়নি। তাই শ্রমিকরা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।"
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "এজেআই গ্রুপের অধিকাংশ শ্রমিকদের বেতন আজকে পরিশোধ করা হলেও – ৪০০-৫০০ শ্রমিক তাদের বেতন পায়নি। যেকারণে তারা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আলোচনা চলছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।"
এবিষয়ে জানতে এজেআই গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীলের মুঠোফোনে কল করা হলেও তিনি কোন কথা বলতে রাজি হননি। এছাড়া একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও গ্রুপের অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।