ট্রাম্পের জয়ে হতাশ ইভা লঙ্গোরিয়া, সপরিবারে যুক্তরাষ্ট্র ছাড়লেন
হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া সম্প্রতি জানিয়েছেন, তার পরিবার আর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছে না। তারা এখন মেক্সিকো ও স্পেনের মধ্যে সময় ভাগ করে কাটাচ্ছেন। খবর বিবিসি'র।
ফরাসি ম্যাগাজিন মারি ক্লেয়ার-এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদ সাক্ষাৎকারে লঙ্গোরিয়া বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিবেশ, ক্যালিফোর্নিয়ার গৃহহীনতা সমস্যা, উচ্চ কর এবং ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের বিষয়টি তাদের এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
লঙ্গোরিয়া আরও বলেন, 'আমার মতো সুযোগ বেশিরভাগ আমেরিকানের নেই। তাদের এই ডিস্টোপিয়ান সমাজে আটকে থাকতে হবে'
ডেসপেরেট হাউজওয়াইভস খ্যাত এই অভিনেত্রী ডেমোক্রেটিক পার্টিতে নারীদের এবং লাতিনো সম্প্রদায়ের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে অভিবাসন নীতি নিয়ে কাজ করছেন এবং ২০১২ সাল থেকে বিভিন্ন ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ বছর লঙ্গোরিয়া কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং স্প্যানিশ স্লোগান 'সি সে পোয়দে' দিয়ে সমর্থন জানান, যার অর্থ হলো- 'হ্যাঁ, আমরা পারি'।
সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনে হতাশা প্রকাশ করে বলেন, 'যদি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তবে দেশটি সত্যিই ভীতিকর জায়গায় পরিণত হবে।'
লঙ্গোরিয়া আরও জানান, ২০১৬ সালে ট্রাম্পের জয় তার এই বিশ্বাস ভেঙে দেয় যে 'সর্বদা সেরা ব্যক্তিই রাজনীতিতে জয়ী হন'। লস অ্যাঞ্জেলেসে প্রায় সারা জীবন কাটানোর পর তিনি এখন মনে করছেন, 'জীবনের এই অধ্যায়টি এখন শেষ হয়েছে।'
টেক্সাসে নয় প্রজন্ম ধরে বসবাসকারী লঙ্গোরিয়া ২০ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন এবং ডেসপারেট হাউজওয়াইভস সিরিজে গ্যাব্রিয়েল সোলিস চরিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে গোল্ডেন গ্লোব মনোনয়ন পান।
সম্প্রতি তিনি সিএনএনের সার্চিং ফর মেক্সিকো এবং সার্চিং ফর স্পেন মিনি সিরিজগুলো উপস্থাপনা করেছেন।
বর্তমানে লঙ্গোরিয়া তার তৃতীয় স্বামী, মেক্সিকান সম্প্রচার সংস্থা টেলিভিসার প্রেসিডেন্ট হোসে 'পেপে' বাস্তনের সঙ্গে বিবাহিত। তাদের একটি ছয় বছরের ছেলে সন্তান রয়েছে, যার নাম সান্তিয়াগো।