বেস্টসেলার ঔপন্যাসিক বারবারা টেলর ব্র্যাডফোর্ড মারা গেছেন
বিখ্যাত লেখিকা বারবারা টেলর ব্র্যাডফোর্ড ৯১ বছর বয়সে মারা গেছেন। 'আ ওমেন অব সাবস্টেন্স' সহ বহু বেস্টসেলার [সবচেয়ে বেশি বিক্রি হওয়া] উপন্যাসের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন।
১৯৭৯ সালে প্রকাশিত তার বিখ্যাত 'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি ৩ কোটি কপি বিক্রি হয়েছিল এবং এর ওপর ভিত্তি করে সাতটি সিক্যুয়েল ও একটি টিভি প্রযোজনা তৈরি হয়। এটি এখনও চ্যানেল ৪-এর ইতিহাসে সর্বাধিক দর্শকপ্রিয় অনুষ্ঠান।
টেলর ব্র্যাডফোর্ডের সাহিত্যজীবন শুরু হয়েছিল এই উপন্যাসের মাধ্যমে। তার লেখা ৪০টি উপন্যাসের মধ্যে 'রেভেনস্কার', 'ক্যাভেনডন' এবং 'হাউজ অব ফ্যালকনার' সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
বারবারা টেলর ব্র্যাডফোর্ডের প্রতিনিধির পক্ষ থেকে সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, "তিনি ২০২৪ সালের ২৪ নভেম্বর তারিখে একটি সংক্ষিপ্ত রোগে আক্রান্ত হয়ে শান্তিপূর্ণভাবে নিজের বাড়িতে মারা যান এবং শেষ পর্যন্ত তার কাছের মানুষরা তাকে ঘিরে ছিলেন।"
তার প্রকাশক ও সম্পাদক লিন ড্রু তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বলেন, "বেস্টসেলার তালিকায় আধিপত্য বিস্তারকারী এই লেখিকা নতুন ধারার উপন্যাস উপহার দিয়েছেন। তার মহাকাব্যিক রচনা প্রজন্ম জুড়ে বিস্তৃত, যা কখনোই সাধারণ প্রেমের গল্প ছিল না। তার কঠোর পরিশ্রম এবং নৈতিকতা তাকে তার সৃষ্ট চরিত্র ওমেন অব সাবস্টেন্স-এর বাস্তব প্রতিচ্ছবি করে তুলেছে।"
'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি ছিল এমা হার্ট নামের এক তরুণীর সাধারণ অবস্থায় শুরু করে, কঠোর পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় সফলতা এবং সম্পদ অর্জন করার গল্প। একসময় গৃহপরিচারিকার কাজ করা এমা পরবর্তীতে নিজ উদ্যোগে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর গড়ে তোলেন এবং পরিচালনা করেন।
১৯৮৫ সালে উপন্যাসটির ভিত্তিতে নির্মিত একটি মিনি-সিরিজ চ্যানেল ৪-এ প্রচারিত হয়, যা প্রায় ১ কোটি ৪০ লাখ দর্শক উপভোগ করেন। সিরিজটি দুইটি এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।
বারবারা লিডসে জন্মগ্রহণ করেন, যেখানে তার মা তাকে বই পড়ার প্রতি ভালোবাসা তৈরি করতে সহায়তা করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়ার পর তিনি ইয়র্কশায়ার ইভিনিং পোস্ট পত্রিকায় টাইপিস্ট এবং কপিটেকারের কাজ শুরু করেন।
প্রথম গল্পগুলো তিনি গোপনে সাব-এডিটরের ট্রেতে রেখে পাঠাতেন, যা তাকে সাংবাদিক হিসেবে পদোন্নতি পেতে সহায়তা করে। এভাবে তিনি পত্রিকার একমাত্র নারী সাংবাদিক হয়ে ওঠেন।
পরে, তিনি ১৮৩টি পত্রিকায় ছাপানো একটি ইন্টেরিয়র ডেকোরেশন কলাম লিখতেন এবং তার প্রথম বইগুলো ঘর সাজানোর ওপর ভিত্তি করে ছিল।
৪০ বছর বয়সে তিনি উপন্যাস লেখা শুরু করেন এবং 'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি বিশাল সাফল্য অর্জন করে।
তার সর্বশেষ উপন্যাস 'দ্য ওয়ান্ডার অব ইট অল' গত বছর প্রকাশিত হয়েছিল। তিনি বলেছিলেন, তার লেখা সবসময় শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং সফল হতে চাওয়া নারীদের নিয়ে।
তিনি ১৯৬৩ সালে হলিউড প্রযোজক রবার্ট ব্র্যাডফোর্ডকে বিয়ে করেন এবং ২০১৯ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন।
বারবারা টেলর ব্র্যাডফোর্ড ২০০৭ সালে সাহিত্যে অবদানের জন্য রানি এলিজাবেথের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পুরস্কারে ভূষিত হন।
তিনি ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট এর দূত হিসেবেও কাজ করেছেন এবং যুক্তরাজ্যের অবহেলিত সম্প্রদায়গুলোর মধ্যে সাক্ষরতার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।