নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ কোম্পানিকে ১০ বছর শতভাগ কর অব্যাহতি দিলো সরকার
নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর সুবিধা আরও বাড়াল সরকার। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে, সেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদনের দিন থেকে পরবর্তী ১০ বছর শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে।
আজ বুধবার (২৭ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ২০ জুনের মধ্যে আরম্ভ হবে, তারা ১০ বছর শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। এই ১০ বছরের পর আরও ৩ বছর ৫০% কর অব্যাহতি এবং তার পরের আরও ২ বছর ২৫% কর অব্যাহতি পাবে। ২০২৫ সালের ১ জুলাই থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।
এই সুবিধা নিতে হলে নবায়ণযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তি বা কোম্পানির নবায়নযোগ্য জ্বালানিনির্ভর প্রতিটি প্রকল্প বা বিদ্যুৎকেন্দ্রের জন্য বিদ্যুৎ বিভাগের অনাপত্তি প্রয়োজন হবে।