শান্ত-মুশফিকদের সামনে মাঝারি লক্ষ্য
অগোছালো শুরুর পর ইমরুল কায়েস হার ধরলেন। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাট হাতে দলকে পথ দেখালেন। ইমরুল না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। বাকি ব্যাটসম্যানরা ব্যাট চালাতে পারেননি। বেশিরভাগ ব্যাটসম্যান ধুঁকেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে তাই নাজমুল একাদশের বিপক্ষে বড় সংগ্রহ গড়া হয়নি মাহমুদউল্লাহ একাদশের।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা মাহমুদউল্লাহ একাদশ পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। তাসকিন, আল আমিন, মুগ্ধদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে গেছে মাহমুদউল্লাহ একাদশ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে নাজমুল একাদশ। ২ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল মাহমুদউল্লাহ একাদশের। কিন্তু বৃষ্টির কারণে খেলায় বিরতি পড়তেই ছন্দ হারায় তারা। কয়েক মিনিটের বৃষ্টির পর মাঠে ফিরেই আউট হন নাঈম শেখ। রান আউট হয়ে থামতে হয় তাকে। চার রান পর বিদায় নেন লিটন কুমার দাস। তাসকিনের বলে ভাঙে তার স্টাম্প।
নাঈমকে হারিয়েই ওলট-পালট হয়ে যায় মাহমুদউল্লাহর দলের ইনিংস। লিটনের বিদায়ের পরের ওভারে মুমিনুল হকের স্টাম্প উপড়ে নেন আল আমিন হোসেন। ২১ রানেই ৩ উইকেট হারায় তারা। এমন সময় দলের হাল ধরেন ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটি থেকে ৭৪ রান পায় মাহমুদউল্লাহর দল।
ধীর-স্থিরভাবে খেলতে থাকা ইমরুল শট খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন। ফেরার আগে ৫০ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪০ রান করেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নুরুল হাসান সোহানকে নিয়ে এগোতে থাকেন মাহমুদউল্লাহ। দলীয় ১২৬ রানে রান আউটে কাটা পড়েন ১৪ রান করা নুরুল হাসান।
এরপর কিছুটা সময় ব্যাট চালিয়েছেন ইনিংসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ রানের গন্ডি পেরনো মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫১ রান করেন। সাব্বির রহমান ২২, আবু হায়দার রনি ১৪* ও বিশ্বজয়ী যুব দলের সদস্য রাকিবুল হাসান ১৫ রান করেন।
অনুশীলন থেকে দারুণ বোলিং করে আসা তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচের পর এখানেও বল হাতে আগুন ঝরিয়েছেন। ১০ ওভারে ৩৭ রান খরচায় ২টি উইকেট নেন ডানহাতি এই পেসার। আল আমিন হোসেন ও মকিদুল ইসলাম মুগ্ধও ২টি করে উইকেট নেন। এ ছাড়া নাঈম হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
মাহমুদউল্লাহ একাদশ: ৪৭.৩ ওভারে ১৯৬ ( লিটন ১১, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫১, সাব্বির ২২, সোহান ১৪, আবু হায়দার ১৪*, রাকিবুল ১৫; তাসকিন ২/৩৭, আল আমিন ২/৪০, মুগ্ধ ২/৪৪, নাঈম ১/৩৯ ও সৌম্য ১/১)।