মাত্র ৫ দিনে পুরো শহরবাসীর করোনা টেস্টের সিদ্ধান্ত চীনে
স্বল্প পরিসরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় মাত্র পাঁচ দিনের মধ্যেই ৯০ লাখেরও বেশি বাসিন্দার কোভিড-১৯ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি শহরের কর্তৃপক্ষ।
সোমবার চীনের বন্দর নগরী কিংদাওয়ের স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
কিংদাও মিউনিস্যপল হেলথ কমিশন এক বিবৃতিতে বলেছে, রোববার শহরটিতে ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে ৯৪ লাখ লোকের বসবাস।
বিবৃতিতে আরো বলা হয়, শহরটির ৫টি অঞ্চল ৩ দিনে এবং পুরো শহর ৫ দিনের মধ্যে পরীক্ষার আওতায় নেয়া হবে।
গত জুন মাসে বেইজিংয়ে একটি খাবার বাজার থেকে করোনা ছড়ানোর পর গণহারে করোনার পরীক্ষা করানো হয়। শহরটিতে ২ কোটিরও বেশি লোকের বাস।
গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ৯ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই মহামারি এ পর্যন্ত সংক্রমিত করেছে বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৬৪৮ জন যার মধ্যে মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৬৬৪ জন।