আইরিশদের উড়িয়ে দেশের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ করার আনন্দে নিগাররা
টানা জয়, রেকর্ড ও ব্যক্তিগত সাফল্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ তোলার পর রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয় পান নিগার-সুপ্তারা। দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ওয়ানডেতে এসে হলো যেকোনো উইকেটে নিজেদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
আইরিশ মেয়েদের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সে মিললো প্রথমবারের মতো ঘরের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতলো তারা, ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখালো বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। শেষ বলে অলআউট হওয়ার আগে সফরকারী দলটি তোলে ১৮৫ রান, হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক গ্যাবি লুইস। জবাবে শুরুতে উইকেট হারালেও হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ফারজানা হক পিঙ্কি ও ম্যাচসেরা শারমিন আক্তার সুপ্তার রেকর্ড জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সোবহানা মোস্তারীকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৭৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় দলীয় ৯ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে অবশ্য সময় নেননি সিরিজ সেরা ফারজানা ও সুপ্তা। দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন তারা, যা যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি। ৮৮ বলে ১১টি চারে ৭২ রান করা সুপ্তার বিদায়ে ভাঙে এই জুটি। বছর খানেক পরে দলে ফিরে প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন তিনি। দুটি হাফ সেঞ্চুরিসহ ২১১ রান করেন সুপ্তা, যা সিরিজের সর্বোচ্চ।
সুপ্তার বিদায়ের কিছুক্ষণ পর থামেন ফারজানাও। ডানহাতি এই ব্যাটার ৯৯ বলে ৬টি চারে ৬১ রান করেন। তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশের এই ব্যাটার সিরিজে রান করেছেন ১৭২। এ দুজনের বিদায়ের পর দলকে জয়েন বন্দরে নিয়ে যান জ্যোতি ও সোবহানা। জ্যোতি ১৮ বলে ২টি চারে ১৮ ও সোবহানা ৮ বলে ৭ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের এইম ম্যাগুয়ার ২টি ও ওরলা প্রেন্ডারগাস্ট একটি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা আইরিশদের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন গ্যাবি। নেতৃত্বে থাকা এই ব্যাটার ৭৯ বলে ৯টি চারে ৫২ রান করেন। এ ছাড়া অ্যামি হান্টার ২৩, ওরলা পেন্ডারগাস্ট ২৭, আর্লেন কেলি ১৮, আলানা ড্যালজেল ১৯ ও কারা মারে ১৩ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। একটি করে উইকেট পান রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।