মারা গেছেন এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া
না ফেরার দেশে পাড়ি জমালেন ২০১০ সালের এসএ গেমসে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা। সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সাদিয়া। সোমবার নিজ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদিয়া।
তার মৃত্যুর বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুশতাক। তিনি বলেন, 'আমরাও শুনেছি চট্টগ্রামে আত্মহত্যা করেছে। ও চট্টগ্রামেই থাকতো। বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছি। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি দুঃসংবাদ আমাদের শুনতে হলো।'
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় এসএ গেমস। এই আসরে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি বেধে দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি।
শুটিং ক্যারিয়ারে সাদিয়া সর্বশেষ সাফল্য পান ২০১৩ সালে বাংলাদেশ গেমসে। ১০ মিটার এয়ার রাইফেল পদক জেতেন তিনি। এরপর আর শুটিংয়ে দেখা যায়নি তাকে। ২০১৭ সালে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন সাদিয়া।