বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতা: ৬ মিলিয়ন ডলার সম্পত্তি, ১৩ বছরেই মিলিয়নিয়ার
বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতা ইতিমধ্যে বলিউডের অনেক প্রথম সারির তারকার চেয়েও বেশি সম্পত্তির মালিক। মাত্র ৯ বছর বয়সে নিজের শো দিয়ে তিনি তারকা বনে যান। কৈশোরে পা রাখার আগেই এই বিপুল সম্পত্তি ও খ্যাতি অর্জন করেছেন তিনি।
বর্তমানে ১৬ বছর বয়সি এই মার্কিন অভিনেতার নিট সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা)।
কে বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতা
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতার স্থান দখল করেছেন জনপ্রিয় সিটকম 'ইয়াং শেলডন'-এ নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ইয়ান আর্মিটেজ। সেলিব্রিটিনেটওয়র্থ ডটকমের তথ্য অনুসারে, ১৬ বছর বয়সি ইয়ানের নিট সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার।
সম্পত্তির দিক থেকে 'মডার্ন ফ্যামিলি'-র অব্রে অ্যান্ডারসন-এমনস ও কানাডিয়ান অভিনেতা জ্যাকব ট্রেমব্লে-র মতো (যাদের সম্পত্তি প্রায় ২ মিলিয়ন ডলার করে) অন্যান্য ধনী শিশু তারকাদের চেয়ে অনেক এগিয়ে আছেন ইয়ান।
ইউটিউব থেকে টিভি তারকা
ইয়ান আর্মিটেজের জন্ম ২০০৮ সালে, জর্জিয়ায়। ইউটিউব সিরিজ 'ইয়ান লাভস থিয়েটার' দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। সেখানে ৬ বছর বয়সি ইয়ান মিউজিক্যাল থিয়েটার শো-র রিভিউ করতেন।
২০১৪ সালের এই সিরিজটি ভাইরাল হলে ট্যালেন্ট এজেন্টদের নজরে আসেনইয়ান। এরই ধারাবাহিকতায় তিনি 'দ্য পেরেজ হিলটন শো'তে অংশ নেন।
অভিনয়ে ইয়ানের অভিষেক হয় ২০১৭ সালে। ওই বছর তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন—'দ্য গ্লাস কাসল', 'আওয়ার সোলস অ্যাট নাইট' ও 'আই অ্যাম নট হিয়ার'। পাশাপাশি টিভি শো 'ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট' ও 'বিগ লিটল লাইজ'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
২০১৭ সালেই ইয়ান জনপ্রিয় শো 'দ্য বিগ ব্যাং থিয়োরি'-র স্পিন-অফ 'ইয়াং শেলডন'-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। মাত্র ৯ বছর বয়সে প্রাইমটাইম টিভি শো-র মূল চরিত্রে অভিনয় করা সর্বকনিষ্ঠ অভিনেতাদের একজন হয়ে ওঠেন তিনি।
সাত মৌসুম শেলডন কুপারের চরিত্রে অভিনয় করেন ইয়ান। 'দ্য বিগ ব্যাং থিয়োরি'তে এই চরিত্রে অভিনয় করেছেন জিম পারসন্স।
ইয়ান আর্মিটেজের আয় ও সম্পদ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, 'ইয়াং শেলডন'-এ কাজ শুরুর পর ইয়ান প্রতি এপিসোডে ৩০ হাজার ডলার পারিশ্রমিক পেতেন। প্রথম সিজনে তার মোট আয় ছিল ৬ লাখ ৬০ হাজার ডলার।
পঞ্চম সিজনে তার আয় বেড়ে দাঁড়ায় সিজনপ্রতি ১.১ মিলিয়ন ডলার। এর সুবাদে মাত্র ১৩ বছর বয়সেই তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে কমবয়সি মিলিয়নিয়ারদের একজন।
কাজ শুরু করার সময় আইয়ান প্রতি পর্বে ৩০,০০০ ডলার উপার্জন করতেন। প্রথম সিজনে তার মোট আয় ছিল ৬৬০,০০০ ডলার (প্রায় ৪.৬ কোটি টাকা)। পঞ্চম সিজনে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রতি সিজনে ১.১ মিলিয়ন ডলার (প্রায় ৮ কোটি টাকা)। মাত্র ১৩ বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ কোটিপতি হয়ে ওঠেন।
'ইয়ং শেলডন' দিয়ে তুমুল তারকাখ্যাতি পাওয়ার পর ইয়ান দুটি চলচ্চিত্রে কাজ করেছেন—'স্কুব!' ও 'প প্যাট্রল: দ্য মুভি'। সাত সিজন ধরে চলা 'ইয়ং শেলডন'- এ বছর শেষ হয়েছে।