ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা, এগিয়েছেন ফারজানা-নিগার
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সময় গেছে বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী দলটিকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন জয়ের সিরিজে দলীয় বেশ কয়েকটি রেকর্ড হয়েছে, এসেছে ঝলমলে ব্যক্তিগত পারফরম্যান্সও। এর মধ্যে অন্যতম নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।
ব্যাট হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ফারজানা হক পিঙ্কি ও বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তিন ম্যাচের সিরিজে ৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছেন। বর্তমানে সপ্তম স্থানে আছেন তিনি, মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটাই। আগের সেরা অবস্থানও ছিল তার। গত মার্চে দেশের প্রথম বোলার হিসেবে সেরা দশে জায়গা করে নেন নাহিদা, ছিলেন ১০ নম্বরে।
বাংলাদেশের আরেক স্পিনার সুলতানা খাতুন লম্বা লাফ দিয়েছেন। সিরিজের সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া ডানহাতি এই অফ স্পিনার ২৩ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন, এটাই তার ক্যারিয়ার সেরা অবস্থান। তিন ম্যাচে এক উইকেট পাওয়া লেগ স্পিনার রাবেয়া খান ৬ ধাপ এগিয়ে আছেন ৪০ নম্বরে।
র্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার। ৩ উইকেট নেওয়া ফাহিমা এগিয়েছেন ১০ ধাপ, বর্তমানে তিনি ৫৭ নম্বরে আছেন। কিছুটা অনুজ্জ্বল থেকে যাওয়া মারুফা আক্তার তিন ম্যাচে নেন ২ উইকেট। এরপরও ১৩ ধাপ উন্নতি হয়েছে তার, আছেন ৭৩ নম্বরে।
টানা তিন হাফ সেঞ্চুরিতে সিরিজসেরা হওয়া ফারজানা হক পিঙ্কি এগিয়েছেন ৬ ধাপ। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার উঠে এসেছেন ১৬ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান তার। তিন ম্যাচে ৮৬ রান করা নিগার ১১ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৯২ নম্বরে আছেন সোবহানা মোস্তারী।
র্যাঙ্কিংয়ে অবস্থান করে নিয়েছেন দীর্ঘদিন পর দলে ফিরে রানের ফোয়ারা বইয়ে দেওয়া শারমিন আক্তার সুপ্তা। দুটি হাফ সেঞ্চুরিসহ ৭০.৩৩ গড়ে ২১১ (৯৬, ৪৩ ও ৭২) রান করেন তিনি, যা সিরিজের সর্বোচ্চ। ১৬ মাস পরে দলে ফিরেই ব্যাট হাতে দাপট দেখানো সুপ্তা ৪৩তম স্থান নিয়ে র্যাঙ্কিংয়ে ফিরেছেন।
মেয়েদের ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। ব্যাটারদের মধ্যে আগের মতোই শীর্ষস্থানে ইংল্যান্ডেরই ন্যাট ভার-ব্রান্ট। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ।