ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে ৩০৫টি বিরল প্রজাতির কচ্ছপ আটক এবং চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযানটি পরিচালনা করে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ), কাস্টমস হাউস এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।
গ্রেপ্তারকৃত মো. আবুল কাশেম (৫২) ঢাকার আশুলিয়ার কুড়গাঁও এলাকার বাসিন্দা। চীন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরের কর্মকর্তারা তাকে আটক করেন।
তার কাছ থেকে ২৮৫টি লাল কানের স্লাইডার প্রজাতির বাচ্চা কচ্ছপ এবং ২০টি আমেরিকান স্ন্যাপিং কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন প্রায় ছয় কেজি।
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গ্রেপ্তারের পর কাশেম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি কচ্ছপগুলো অবৈধভাবে বাংলাদেশে এনেছেন।'
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ধারা ২৫-বি (১) (বি) এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৩৪ (বি) এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
'উদ্ধার করা কচ্ছপগুলো বিরল প্রজাতির, বাংলাদেশের স্থানীয় নয়। বর্তমানে এগুলো ঢাকার আগারগাঁওয়ে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে,' জানান অসীম মল্লিক।
এ ঘটনায় কর্তৃপক্ষ বৃহত্তর চোরাচালান চক্র জড়িত থাকার বিষয়টিও তদন্ত করে দেখছে।