রুবেল-সুমনের বোলিং তোপে দিশেহারা তামিমরা
শুরুটা করেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে তামিম ইকবাল। কিছুক্ষণের ব্যবধানে আরও দুটি উইকেট তুলে নেন রুবেল। এরপর আরেক পেসার সুমন খানের তোপ। মাহমুদউল্লাহ একাদশের এই দুই বোলারের তোপেই তছনছ তামিম একাদশের ব্যাটিং অর্ডার।
তামিম ইকবালের দলের সংগ্রহও তাই বড় হয়নি। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৩.১ ওভারে ১০৩ রানেই গুটিয়ে গেছে তামিম একাদশ।
এই রান তোলা সম্ভব হয়েছে শেষের দিকের ব্যাটসম্যান মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহেদী হাসানের কল্যাণে। একটা সময়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তামিমের দলের মাত্র ৪ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা তামিম একাদশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিমকে সাজঘর দেখিয়ে দেন রুবেল হোসেন। আরেক ওভার পর শুরু হয় বৃষ্টি। ১ ঘণ্টা ৪৫ মিনিট পর শুরু হয় খেলা, ম্যাচ কমিয়ে আনা হয় ৪৭ ওভারে।
বিরতির পরও গুছিয়ে উঠতে পারেনি তামিম একাদশ। আবারও আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন রুবেল। যদিও তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়ের ব্যাট বিপদ কাটিয়ে ওঠার সম্ভাবনা জেগেছিল। কিন্তু দলীয় ৪২ রানে তানজিদ তামিমকে ফিরিয়ে দেন রুবেল। ফেরার আগে ১৮ বলে ৩টি চারে ইনিংস সেরা ২৭ রান করেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটসম্যান।
এই ওভারে মোহাম্মদ মিঠুনকেও আউট করেন রুবেল। ৪২ রানে তিন উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় তামিমের দল। এই সঙ্কট আরও বাড়ান মাহমুদউল্লাহ একাদশের আরেক পেসার সুমন খান। আরেক যুবা ক্রিকেটার শাহাদাত হোসেন ও মোসাদ্দেক হোসেনকে ফেরান তিনি। ২৫ রান করা এনামুল হক বিজয়ও থামেন সুমনের শিকারে পরিণত হয়ে।
এরপর মাহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ১০০ পেরোয় তামিম ইকাদশ। ডানহাতি স্পিনার মাহেদী ১৯ রান করেন। সাইফউদ্দিন করেন ১২ রান। রুবেল-সুমনের পর আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিক হারায় তামিমের দল। আগুনে বোলিং করা রুবেল মাত্র ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন। ৩১ রানের সুমনের শিকারও ৩ উইকেট। মিরাজ ২ রানে দুই উইকেট পান। ২ উইকেট নিতে বিল্পবের খরচা ১৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ২৩.১ ওভারে ১০৩/১০ (তানজিদ তামিম ২৭, এনামুল বিজয় ২৫, মাহেদী ১৯, সাইফউদ্দিন ১২; রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, মিরাজ ২/২, বিপ্লব ২/১৭)।