নোয়াহ-কে টপকে যুক্তরাজ্যে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম এখন মুহাম্মদ
২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুর নাম রাখার ক্ষেত্রে বাবা-মায়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মুহাম্মদ (Muhammad)। গত বছর ৪ হাজার ৬০০-রও বেশি শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ।
২০১৬ সাল থেকেই ছেলেশিশুদের শীর্ষ ১০ জনপ্রিয় নামের তালিকায় ছিল মুহাম্মদ। তবে এবার এটি আগের শীর্ষ জনপ্রিয় নাম নোয়াহকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।
তবে জনপ্রিয় নামের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য। ইংল্যান্ডের তিনটি অঞ্চলে মুহাম্মদ নামটি শীর্ষ দশে ছিল না।
এছাড়া মুহাম্মদ নামের অন্যান্য বানানও—Mohammed ও Mohammad—ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পেয়েছে। ওএনএস প্রতিটি বানানকে আলাদা নাম হিসেবে গণ্য করে। আগের বছরগুলোতেও বিভিন্ন বানানের মুহাম্মদ নাম জনপ্রিয় ছিল।
ছেলেদের জনপ্রিয় নামের র্যাঙ্কিংয়ে পরিবর্তন এলেও মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের মুকুট এখনও অলিভিয়া-র দখলেই আছে। মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে অ্যামেলিয়া ও আইলা। ২০২২ সাল থেকেই এই তিনটি নাম জনপ্রিয়তার শীর্ষে অপরিবর্তিত রয়েছে।
২০২৩ সালে হাইফেনযুক্ত মেয়েদের নামের জনপ্রিয়তা বেড়েছে। গত বছর এ ধরনের নাম ছিল ১৯ হাজার ১৪০টিরও বেশি, যা আগের বছর ছিল প্রায় ১২ হাজার ৩৩০টি।
মেয়েদের নামের শীর্ষ ১০০ তালিকায় নতুন সংযোজন লাইলাহ, রায়া ও হ্যাজেল। ছেলেদের তালিকায় জ্যাক্স, এনজো ও বোধি নতুন করে শীর্ষ ১০০-তে ঢুকেছে।
ওএনএস জানিয়েছে, সন্তানদের নাম রাখার প্রক্রিয়ায় পপ কালচারের 'প্রভাব অব্যাহত রয়েছে'। এমন নামকরণের উদাহরণ হিসেবে বলা হয়েছে গায়ক বিলি আইলিশ ও লানা ডেল রে, কার্দাশিয়ান-জেনার পরিবারের শিশু রেইন ও সেইন্ট, এবং চলচ্চিত্র তারকা মার্গট রোবি ও কিলিয়ান মারফির নামের কথা।
অন্যান্য সংগীতশিল্পী, যেমন মাইলি, রিহানা, কেনড্রিক ও এলটন নামগুলোর জনপ্রিয়তাও বেড়েছে ২০২৩ সালে। ওএনএস জানিয়েছে, মাইলি সাইরাস, কেনড্রিক লামার, এলটন জন ও রিহানার অ্যালবাম প্রকাশ, ট্যুর বা হাই-প্রোফাইল পারফরম্যান্সের কারণে এই প্রবণতা দেখা গেছে।
এছাড়া সপ্তাহের দিনগুলোও বাবা-মায়েদের জন্য সন্তানের নামকরণের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। সানডে ও ওয়েনজডে নামের জনপ্রিয়তা বেড়েছে গত বছর। ওএনএস বলছে, এই প্রবণতার সঙ্গে ২০২২ সালের শেষদিকে মুক্তি পাওয়া নেটফ্লিক্স সিরিজ ওয়েনজডে-র যোগসূত্র থাকতে পারে।
বিভিন্ন ঋতু থেকে অনুপ্রাণিত নামগুলোর মধ্যে তালিকায় ৯৬তম স্থানে অটাম ও ৮৬তম স্থানে রয়েছে সামার।
তবে ২০২৩ সালে রাজকীয় নামের জনপ্রিয়তা কমে গেছে। অবশ্য গত কয়েক বছর ধরেই রাজপরিবারের সদস্যদের নামে শিশুর নাম রাখার প্রবণতা কমছে।
গত কয়েক বছরে জর্জ, আর্চি, হ্যারি ও শার্লটের নামের জনপ্রিয়তা কমেছে। একইভাবে কমেছে এলিজাবেথ ও চার্লস নামের জনপ্রিয়তাও।