নতুন ৪ নোটের নকশা অনুমোদন; থাকবে ঐতিহ্যবাহী স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’
২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার ব্যাংক নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
গত রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, নতুন চার নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ 'জুলাই বিপ্লবের গ্রাফিতি'।
পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদনের পর নোট মুদ্রণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।