বিজয় দিবসে বিজয় কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিজয় কনসার্টের আয়োজন করবে 'সবার আগে বাংলাদেশ' নামের একটি সংগঠন।
'সবার আগে বাংলাদেশ' সংগঠনের আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল (১০ ডিসেম্বর) গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বলেন, "গত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃতভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। তারা ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের শিকার হয়েছে। এই বছর আমরা বিজয় দিবস উদযাপন করে দেশের মানুষের মাঝে নতুন আশা ও দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাই।"
তিনি আরও বলেন, "এই কনসার্টটি ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে। আমরা মূলত যুব সমাজের মধ্যে নতুন আশা এবং দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব।"
কনসার্টে একক পরিবেশনায় থাকবেন সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, কনক চাঁপা, বেবী নজনীন, মনির খান, কনা, ইমরান, প্রীতম, মৌসুমি, এবং জেফার-এর মতো খ্যাতিমান শিল্পীরা।
এছাড়া জনপ্রিয় ব্যান্ড দল– নগরবাউল, আর্ক, শিরোনামহীন, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, এভয়েড রাফা, ডিফারেন্ট টাচ এবং সোলসও কনসার্টে পারফর্ম করবে।
'সবার আগে বাংলাদেশ' সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে শুধু স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। কোনো বিদেশি শিল্পী এতে উপস্থিত থাকবেন না।
'সবার আগে বাংলাদেশ' নামের এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মূল লক্ষ্য হলো, দেশের সংস্কৃতি সংরক্ষণ এবং যুবসমাজকে দেশের ঐতিহ্য সম্পর্কে সচেতন করা।
এ্যানী বলেন, "বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো।"
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এবং মিডিয়া সেলের সদস্য আতিউর রহমান রুমান, জাহিদুল ইসলাম রনি এবং এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।