করোনায় আক্রান্ত মাশরাফির ছেলে-মেয়ে
বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১১দিন আগে করোনায় আক্রান্ত হয় হুমায়রা। এরপর সাহেল আক্রান্ত হয়। সাহেলের আক্রান্ত হওয়ার চারদিন হয়েছে।
আক্রান্ত হলেও সাহেল-হুমায়রার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। ওয়ানডের সফলতম এই অধিনায়ক বলেন, 'ওদের কীভাবে হলো ঠিক বুঝতে পারছি না। হুমায়রার ১১ দিন হয়ে গেছে, সাহেলের ৪ দিন চলছে।'
শুরুতে জ্বর থাকলেও সাহেল ও হুমায়রার শরীরে কোনো উপসর্গ নেই। বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। মাশরাফি বলেন, 'ওরা তো ছোট মানুষ। যতো যাই হোক, দূরে রেখে চিকৎসা করানোর উপায় নেই। তবে ওদের শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা।'
করোনাকালে কঠিন সময় পার করতে হয়েছে মাশরাফি ও তার পরিবারকে। পরিবারের প্রথম সদস্য হিসেবে করোনায় আক্রান্ত হন মাশরাফি। এরপর তার স্ত্রী সুমনা হক, ছোট ভাই মোরসালিন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। কিছুদিন পর মাশরাফির বাবা-মাও করোনায় আক্রান্ত হন। সর্বশেষ মাশরাফির ছেলে-মেয়ে আক্রান্ত হলো।
করোনার বিরতির পর বেশিরভাগ ক্রিকেটার অনুশীলনে ফিরলেও মাশরাফির এখনও ফেরা হয়নি। পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কারণেই ক্রিকেটে মন দিতে পারেননি তিনি। এ মাসের মাঝামাঝি সময়ে অনুশীলনে ফেরার কথা ছিল তার। কিন্তু ছেলে-মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেটাও হয়নি।