এইচবিও-এর প্রতিষ্ঠাতা চার্লস এফ ডোলান মারা গেছেন
যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম প্রতিষ্ঠান হোম বক্স অফিস ইনকর্পোরেটেড (এইচবিও) এবং কেবলভিশন সিস্টেমস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চার্লস এফ ডোলান ৯৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার তার পরিবার জানায়, প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়েছে।
ডোলান তার টেলিগাইড পরিষেবার মাধ্যমে হোটেলগুলোতে বিশেষ প্রোগ্রাম বিক্রি করতেন। তখন গ্রামীণ এলাকাগুলোতে কেবল টেলিভিশন জনপ্রিয় হতে শুরু করেছিল।
১৯৬৪ সালে তিনি নিউইয়র্কের সঙ্গে একটি চুক্তি করেন। ভ্যারাইটি জানিয়েছে, এর মাধ্যমে ম্যানহাটনের কিছু ভবনে কেবল সংযোগ দেওয়া হয়। পরে দর্শকদের আকৃষ্ট করতে তিনি নিক্স ও রেঞ্জার্স প্লে-অফ ম্যাচ কেবল টিভিতে দেখানোর চুক্তি করেন।
এরপর তিনি সিনেমার জন্য হোম বক্স অফিস (এইচবিও) তৈরি করেন। পরে এই পরিষেবা বিক্রি করে ক্যাবলভিশন গড়ে তোলেন। এটি উত্তর-পূর্ব আমেরিকায় টেলিভিশন ও ইন্টারনেট সেবা দিত।
২০১৫ সালে ডোলান পরিবার ইউরোপের কোম্পানি অল্টিসের কাছে প্রায় ১৮ বিলিয়ন ডলারে ক্যাবলভিশন বিক্রি করে দেয়। ডোলানের ছেলে জেমস তখন পরিবারটির ব্যবসা পরিচালনা করছিলেন।
নিউইয়র্ক টাইমস জানায়, নিক্স দলের পারফরম্যান্স নিয়ে হতাশা এবং বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে প্রোগ্রামিং নিয়ে বিরোধের কারণে এক সময় ডোলান পরিবার "নিউইয়র্কবাসীদের সবচেয়ে ঘৃণিত পরিবারে" পরিণত হয়।
ফোর্বস জানিয়েছে, মৃত্যুর সময় ডোলানের সম্পদের পরিমাণ ছিল ৫.৪ বিলিয়ন ডলার।