ভূমি দুর্নীতি: ইমরান খানের ১৪ ও বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাওয়ালপিন্ডির যে কারাগারে ইমরান খান ২০২৩ সালের অগাস্ট থেকে বন্দি আছেন, ১৭ জানুয়ারি সেখানেই এই রায় ঘোষণা করা হয়। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এর আগে জামিনে থাকলেও, রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।