সাইফ আলী খানকে ছুরিকাঘাত: অস্ত্রোপচার করে মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ উদ্ধার
অস্ত্রোপচার করে বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে। শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই অস্ত্রের ছবি প্রকাশ পেয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে এই অভিনেতার বাড়িতে ঢুকে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এসময় সাইফের মেরুদণ্ডে গেঁথে যায় ছুরির ভাঙা অংশ।
সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন।
এই হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমণি বলেন, 'এই ছুরিটি অভিনেতার পিঠে প্রায় ২ মিলিমিটার গেঁথে ছিল। এটা যে প্রাণঘাতী হতে পারত সেটা বলার অপেক্ষা রাখে না।'
তিনি বলেন, 'সাইফ আলি খানকে হাসপাতালে আনার পর আমি তার চিকিৎসা করেছিলাম। উনি পুরো রক্তাক্ত ছিলেন। সারা গায়ে রক্ত লেগে ছিল, কিন্তু তাও উনি তার ছেলে তৈমুরের হাত ধরে সিংহের মতো ঢুকেছিলেন। ছবিতে হিরোগিরি করা একরকম, কিন্তু ঘরে কেউ আপনার ওপর আক্রমণ করেছে আর সেখান থেকে এভাবে বেরিয়ে আসা মুখের কথা নয়।'
চিকিৎসকরা আজ জানিয়েছেন, অভিনেতা এখন অনেকটাই সুস্থ আছেন। তবে ভয়ের কারণও আছে।
চিকিৎসকরা জানান, 'তিনি এখন ভালো আছেন। তার সব প্যারামিটার ঠিক আছে। তাকে আইসিইউ থেকে স্পেশাল রুমে স্থানান্তর করা হয়েছে। আজ তার সঙ্গে তেমনভাবে কাউকে আমরা দেখা করতে দিচ্ছি না, আজ তাকে হাটিয়েছি। হাঁটতে কোনো অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনো উপসর্গ নেই। তবে আমরা তাকে বলেছি, অন্তত কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন, বিশেষ করে পিঠের ক্ষতর জন্য। কারণ ওটা থেকে না হলে ইনফেকশন হতে পারে।'
তারা আরও জানান, 'এছাড়া বেশি নড়াচড়া করাও নিষেধ করা হয়েছে অন্তত সপ্তাহখানেকের জন্য। কারণ মেরুদণ্ডে আঘাত লেগেছিল, যেখান থেকে একটা ফ্লুইড বেরিয়ে আসছিল। তাই সেটা যাতে আবার না হয়, ইনফেকশন না হয়; তাই বেশি নড়াচড়া করতে নিষেধ করা হয়েছে।'