১৯ জানুয়ারির মধ্যে টিকটক বিক্রির আলটিমেটাম বাইটড্যান্সকে
জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের চীনা মালিকানা কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতিরা ৯-০ সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রায়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে ১৭০ মিলিয়ন আমেরিকানের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনটি ২০২২ সালে কংগ্রেসে ব্যাপক সমর্থন পেয়ে পাস হয় এবং প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন। আদালত জানায়, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে না।