৩৫-৪০% টাকার শেয়ার কিনব
ভালো ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের চাপে সম্প্রতি কমতে শুরু করেছে ট্রেজারি সিকিউরিটিজের ইল্ড। সহসা খুব বেশি না কমলেও একটি নিম্নমুখী ধারা চলমান থাকার আশা বিশ্লেষকদের। এদিকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা সামষ্টিক অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিবেশে উন্নতির অপেক্ষায়।