পুতিনের সঙ্গে শিগগিরই ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের
শপথ নেওয়ার পর প্রথম কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার (২০ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের
প্রতিবেদনে বলা হয়, 'ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন তার শপথ নেওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করতে।'
সংবাদমাধ্যমটির তথ্যমতে, 'ফোনালাপটির একটি উদ্দেশ্য হলো ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে 'আগামী কয়েক মাসের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠকে আয়োজন নিয়ে আলোচনা করা'।
গত ৭ জানুয়ারি ট্রাম্প বলেন, ইউক্রেন সংকট সমাধানে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তবে তিনি নির্বাচনী প্রচারণার সময় এমন কথা বলেছিলেন তিনি।
সেসময় অভিষেকের ছয় মাসের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।