করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর শাসন
দল ভুগছিল, তার চেয়ে বেশি যন্ত্রণায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে দুই সপ্তাহ। ১৪ দিন হলেও সময়টা জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডের কাছেও আর দীর্ঘ মনে হয়েছে। মাঠে ফিরতে না পেরে করোনা পরীক্ষার ব্যাপারটিকেই ভুয়া বলেছেন বিরক্ত রোনালদো।
অপেক্ষা শেষ হয়েছে তার। জুভেন্টাসের জার্সি গায়ে মাঠে ফিরেছেন রোনালদো। মাঠে ফিরেই শাসন কায়েম করলেন পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী এই ফুটবলার। জুভেন্টাসের ছন্দে ফেরার ম্যাচে ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেছেন রোনালদো। সেরা ফুটবলারের ফেরার ম্যাচে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে স্পেৎসিয়াকে।
সিরি 'এ' তে ভালো সময় যাচ্ছিল না ইতালিয়ান জায়ান্টদের। সর্বশেষ দুই ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে হার। সব মিলিয়ে ওলট-পালট অবস্থা হওয়ার দশা হয়েছিল জুভেন্টাসের। এমন সময়ে দলে ফিরলেন রোনালদো, আর দলও ফিরলো চেনা ছন্দে।
জোড়া গোল করলেও এই ম্যাচের শুরু থেকে খেলা হয়নি রোনালদোর। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। গোলের দেখা পেতে একদমই অপেক্ষা করতে হয়নি তাকে। ৫৮তম মিনিটে পাওলো দিবালার বদলি হিসেবে নামা রোনালদো পরের মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান।
রোনালদো দ্বিতীয় গোলটি করেন ৭৬তম মিনিটে। ফেদেরিকো চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। জুভেন্টাসের হয়ে বাকি দুটি গোল করেন আলভারো মোরাতা ও আদ্রিয়েন রাবিয়ত।
দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। এই জয়ে কিছুটা উন্নতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়দের। ৬ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তারা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সাসুওলো।