নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েও প্রত্যাখ্যান মাস্কের, বললেন ‘পুরস্কার চাই না’
বাকস্বাধীনতার পক্ষে কাজ করার কারণে বিলিওনিয়ার ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু তিনি সেটি প্রত্যখান করেছেন।
এর আগে, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানিয়েছিলেন, টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বাকস্বাধীনতা এবং শান্তির মতো মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় মাস্কের অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোয়ন দেওয়া হয়েছে।
স্লোভেনীয় রাজনীতিবিদ গ্রিমস নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে পাওয়া একটি নিশ্চিতকরণ ইমেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন। ইমেইলে লেখা ছিল, "২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে।" তিনি সহ-প্রস্তাবকদের এবং মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "আমি কোনো পুরস্কার চাই না।"
এরা মাধ্যমে তিনি মূলত স্পষ্ট করে দিয়েছেন, তিনি তার কর্মকাণ্ডের জন্য কোনো স্বীকৃতি চান না।
গ্রিমস এক্স-এ লিখেছিলেন, "জনাব ইলন মাস্ককে বাকস্বাধীনতার মতো মৌলিক মানবাধিকার এবং এর মাধ্যমে শান্তির প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাবটি আজ সফলভাবে জমা দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং প্রকল্পে সহ-প্রস্তাবক এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ!"
তবে, মাস্কের এক্স-এর ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা হয়ে আসছে। বিরোধীরা দাবি করেছেন, তার নীতিগুলো প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য, হয়রানি এবং ঘৃণা ভরা ভাষার প্রসার ঘটিয়েছে। এর ফলে, সামাজিক আলোচনা ও মতবিনিময়ে নেতিবাচক প্রভাব পড়েছে।